Wednesday, October 4, 2023
Homeউপকারিতাবেল পাতার উপকারিতা : জেনে নিন বেল পাতার আশ্চর্যজনক উপকারিতা

বেল পাতার উপকারিতা : জেনে নিন বেল পাতার আশ্চর্যজনক উপকারিতা

ন্যাড়া বেল গাছ তলায় কয়বার গেছে বা কেন গেছে তা আমদের না জানলে ও চলবে। কিন্তু আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বেল পাতার উপকারিতা নিয়ে যা জানা আমাদের জন্য অনেক দরকারি।
বন্ধুরা বেলপাতার যেমন উপকারিতা রয়েছে তেমনি বেল থেকে শুরু করে বেলের ফুল এবং বেল গাছের শিকড় প্রতিটি বিষয় কিন্তু সমানভাবে উপকারী।
কিন্তু আজ আমরা শুধু বেল পাতার উপকারিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি,
চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বেল পাতা আমাদের কি কি উপকারে আসে………

বেল পাতার উপকারিতাঃ

বেল পাতা আমদের দৈনন্দিন যে সব কাজে উপকার করে থাকে তা নিন্মে দেওয়া হল……
আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত লিখা টা পরবেন তাতে আপনাদের এমন কিছু উপকার হবে যা আপনাদের কল্পনার বাইরে ছিল।

ভেষজ উদ্ভিদ হিসেবে বেল পাতার গুরুত্বঃ

বেলপাতা সাধারণত ভেষজ উদ্ভিদ হিসেবে আমাদের কাছে পরিচিত। শরীরের কোথাও কোন ধরনের ঘা বা ছিড়ে গেলে আমরা বেলপাতা কে ঘসে সেখান থেকে রস বের করে সে ক্ষত স্থানে লাগিয়ে দিলে খুব সহজে ক্ষত সেরে যায়।

সর্দির কাশি বা জ্বর এর ক্ষেত্রে বেলপাতার উপকারিতাঃ

সর্দির কাশি বা জ্বর এর ক্ষেত্রে বেলপাতা কিন্তু দারুণ ভাবে কাজ করে। সর্দির ক্ষেত্রে ঘন ঘন জ্বর বা সর্দি লাগার প্রবণতা যাদের রয়েছে তারা কিন্তু বেল পাতার রস লেবুর রসের সাথে মিশিয়ে খেলে সর্দি কিন্তু একেবারে সেরে যায়।

কোষ্ঠকাঠিন্য ও প্লীহা রোগের জন্য বেল পাতার উপকারিতাঃ

যাদের পেটে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা এবং প্লীহা জাতীয় রোগে ভুগতেছেন তারা প্রতিদিন ১টেবিল চামচ বেলের রস খালি পেটে খেতে পারেন এতে করে আপনাদের পেটের সমস্যা দূর হয়ে যাবে।

যৌবনের উদ্দীপনা কমাতে বেল পাতার উপকারিতাঃ

বেলপাতা কিন্তু যৌবনের উদ্দীপনা কমাতে দারুণভাবে কাজ করে। অনেকেই ব্রহ্মচারী হতে গিয়ে যৌবনের উদ্দীপনাকে সংবরণ করতে চায়, কিন্তু প্রকৃতির নিয়মের ব্যতিক্রম যেটা সেটা করতে অনেক সমস্যা হয়, কিন্তু এই উদ্দীপনা এক নিমিষে শেষ করে দেওয়া যায় বেল পাতার রসের ব্যবহারের মধ্য দিয়ে।
নিয়মিতভাবে বেল পাতার রস সেবন করার মধ্য দিয়ে যৌবনের উদ্দীপনা কিন্তু অনেক কমিয়ে ফেলা সম্ভব হয়।

শরীরের জয়েন্ট ব্যথা কমাতে বেল পাতার উপকারিতাঃ

কোথাও দীর্ঘক্ষন কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। আমরা যদি রাতের বেলায় এই বেলের পাতা গরম করে সেই ব্যথার স্থানে সেঁক দিতে পারি তাহলে আমাদের ব্যাথা কিন্তু অনেক সেরে যায়।

মাথায় নতুন চুল গজাতে বেল পাতার ভূমিকাঃ

যাদের মাথায় টাক রয়েছে বা অল্প বয়সে চুল ঝরে গেছে বা জন্মগতভাবে মাথায় চুল নেই তারা কিন্তু বেল পাতার রস নিয়মিত মাথায় লাগানোর মধ্য দিয়ে মাথায় নতুন চুল গজাতে পারে।

শরীর থেকে ঘামের দুর্গন্ধ দুর করতে বেল পাতাঃ

অল্প পরিশ্রমে বা অল্প ঘামে যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় তারা কিন্তু বেল পাতার রসের ব্যবহারের মধ্য দিয়ে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন। গোসলের নিয়মিত পানিতে সেদ্ধ করা বেলের কিছু পরিমাণ রস সেই গোসলের পানির সাথে মিশ্রিত করে আমরা যদি নিয়মিত গোসল করি তাহলে আমাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়ার প্রবণতা কমে যায়।

অ্যালার্জিজনিত সমস্যা সমাধানে বেল পাতাঃ

শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বেল পাতার রস ব্যবহার করে সেই সমস্যা থেকে আমরা নিস্তার পেতে পারি।
উপরে অনেকগুলো বেল পাতার উপকারিতা নিয়ে আলোচনা করা হলো। আমরা আশা করব উপকারিতাগুলো শুধু আপনারা দেখে ক্ষান্ত হবেন না বরং নিজেদের দৈনন্দিন প্রয়োজনে এই উপকারিতাগুলো আপনারা ব্যবহার করে দেখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments